সাভারে সুশীল সমাজের সাথে সেনাবাহিনীর নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ সাভারে সুশীল সম্প্রদায়ের অংশগ্রহণমূলক নিরাপত্তা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্ম ও বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিগণের সঙ্গে মতবিনিময় করেন নয় পদাতিক ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তারা।
বুধবার (৭ আগষ্ট) রাতে নয় পদাতিক ডিভিশন ও সাভার এরিয়ার উদ্যোগে সাভার সেনা পাবলিক স্কুল এন্ড কলেজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় এ সভা।
এসময় দায়িত্ব প্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তাগন আগত প্রতিনিধিদের কাছ থেকে নিজ নিজ এলাকার বর্তমান পরিস্থিতি শুনেন। সেই সাথে যেকোনো ধর্মীয় উপাসনালয়সহ সহিংসতা রুখতে মাইনাস জিরো টলারেন্সের ঘোষণা দেন।
এছাড়াও যেকোনো পরিস্থিতিতে সেনাবাহিনীর দেয়া হটলাইন নম্বর গুলোতে তথ্য প্রদানের জন্য সকলকে অনুরোধ করেন তারা।
এ সময় স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল আলম, ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ মেহেদী হাসান, কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিনসহ আরো ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *