বিএনপির মনের জোর কমে গেছে, গলার জোর বেড়ে গেছে- সাভারে ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির নতুন কমিটি ভুয়া। নতুন কমিটির খবর কেউ জানে না। নতুন নেতৃত্ব ভুয়া। বিএনপি কথায় কথায় বলে আন্দোলন হবে ঈদের পরে। ঈদ গেল,বর্ষা এলো, বছরের পর বছর গেল আন্দোলন হবে কোন বছর? বিএনপির মনের জোর কমে গেছে, গলার জোর বেড়ে গেছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আজ ৩ রা জুলাই সাভারের হেমায়েতপুরে আয়োজিত ঢাকা জেলা আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি আরো বলেন, বিএনপির মরা গাঙ্গে আগের জোয়ার আসবে না। বিএনপির বড় বড় নেতারা ভয়ে থাকে। মির্জা ফখরুল ও ভয়ে ভয়ে থাকে। কখন কার গদি যায়। তারেকের ডাক আসে মধ্যরাতে। সেই ভয়ে নেতারা তটস্থ থাকে।

ঢাকা জেলা আওয়ামী লীগের জনসভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, পরের উপর নির্ভর করে কোনদিন আন্দোলন হয় না। সুতরাং বিএনপির আন্দোলন আর হবে না। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ঢাকা জেলা আওয়ামী লীগের জনসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিল্প ও বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান ও দলের সভাপতি সভাপতিমন্ডলী সদস্য এডভোকেট কামরুল ইসলাম এমপি।

উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ। ঢাকা জেলা আওয়ামী লীগের অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *