নিজস্ব প্রতিবেদকঃ আজ সাভার পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ভাগ্য নির্ধারনের দিন। এবারই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) পদ্ধতিতে ভোট প্রদানের মাধ্যমে ভোটাররা তাদের সুচিন্তিত রায় দিবে। এজন্য নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী ও সমর্থকদের মাঝে উৎকন্ঠা বিরাজ করছে যা ফলাফল প্রকাশ পর্যন্ত থাকবে।
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নির্বাচনী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ, র্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যসহ ৬ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
পৌরসভার মোট ১ লক্ষ ৮৮ হাজার ৮৮ জন ভোটারের জন্য ৮৪ টি কেন্দ্রে ভোটগ্রহণের দায়িত্বে রয়েছেন ৮৪ জন প্রিজাইডিং, ৪৮০ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৯৬০ জন পোলিং অফিসার।
পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একজন করে মোট ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করবেন।
নির্বাচনী এলাকায় এদিন সাধারন ছুটি থাকবে। যানবাহন চলাচলে বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা জেলা প্রশাসন।
করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন।