নিজস্ব প্রতিবেদকঃ সাভারে হেফাজতে ইসলামের ডাকা দেশব্যাপী হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।
দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কসহ বিভিন্ন গরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। পরে হেফাজত ইসলামের ইসলামের নামে দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তা বন্ধের দাবী জানিয়ে বলেন অন্যত্থায় তাদের এ নৈরাজ্যের দাত ভাঙ্গা জবাব দেওয়া হবে। উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর, ঢাকা জেলা উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সায়েম মোল্ল্যা, সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদসহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন। এদিকে সাভার বাজার বাসস্ট্যান্ডে সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা অবস্থান নিয়ে হরতালের প্রতিবাদ জানান।