নিজস্ব প্রতিবেদকঃ সাভারে সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলার প্রতিবাদে বনগাঁও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে সংবাদ সন্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার।
বুধবার (৭ এপ্রিল) দুপুরে সাভার প্রেসক্লাবে উপজেলার বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও তার সন্ত্রাসী বাহিনীর বিচারের দাবীতে এ সংবাদ সন্মেলনের আয়োজন করে হামলার শিকার স্থানীয় যুবলীগ নেতা আনোয়ার হাওলাদারের পরিবারের সদস্যরা।
ভুক্তভোগী আনোয়ার হাওলাদারের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, সম্প্রতি বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় চেয়ারম্যানের দূর্ণীতির বিভিন্ন চিত্র তুলে ধরায় স্থানীয় যুবলীগ নেতা ব্যবসায়ী আনোয়ার হাওলাদারকে গেলো মঙ্গলবার সকালে বাড়ী থেকে ডেকে নিয়ে সাভারের বনগাওঁ ইউনিয়ন পরিষদে আটকে রাখে চেয়ারম্যানের ক্যাডারবাহিনী। চেয়ারম্যানের নির্দেশে হামলাকারীরা এসময় চেয়ারম্যানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ করায় আনোয়ার হাওলাদারকে গাছের সাথে বেধেঁ এলোপাথারি মারধর করে। একপর্যায়ে তাকে দিয়ে জোড়পূর্বক স্বাক্ষর নিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে স্থানীয়দের সহায়তায় আনোয়ার হাওলাদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মারধরের বর্ননা দিতে গিয়ে এসময় কান্নায় ভেঙ্গে পড়েন আনোয়ার হাওলাদারের পরিবারের সদস্যরা।
এসময় সম্প্রতি বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাইফুল ইসলামকে মারধরের বিষয়টি তুলে ধরে স্থানীয় ইউপি সদস্য মান্নান হাওলাদার বলেন দূর্ণীতি ও জুলুমবাজ চেয়ারম্যানের বিরুদ্ধে অন্যায়ের প্রতিাবাদ করায় সাইফুল ইসলামকেও গুন্ডাবাহিনী দিয়ে মারধর করেন চেয়ারম্যান।
মারধরের শিকার ভুক্তভোগী আনোয়ার হাওলাদাদের স্ত্রী, ছেলেসহ নিকটাত্মীয়রা এসময় উপস্থিত ছিলেন।