নিজস্ব প্রতিবেদকঃ সাভার পৌর এলাকার ব্যাংককলোনীতে ছুরিকাঘাত করে রোহান (১৭) নামক এক কলেজ শিক্ষার্থীকে খুন করেছে বখাটেরা।
শনিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে ব্যাংককলোনী মাদ্রাসা মসজিদ সংলগ্ন মুড়িমটকা নামক একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে।
জানাগেছে, নিহত রোহান সাভারের উলাইল বনপাড়া এলাকার আব্দুস সোবহানের ছেলে। সে সাভার সরকারি কলেজে এবার একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিল। এইচএসসিতে লেখাপড়া করতো।
পুলিশ জানায়, প্রেম সংক্রান্ত বিরোধের তর্ক বির্তকের একপর্যায়ে রোহানের উপর অতর্কিতে হামলা চালায় হ্নদয় ও তার একাধিক সহযোগীরা। রোহানের বুকে ধারালো ছুরি দিয়ে কোপ দেয়া হলে রোহান মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে দ্রুত এনাম মেডিকেলে নিয়ে যায়। এসময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকারীদের আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। নিহত রোহানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
নিহতের চাচাতো ভাই আসিফ জানান, রোহানের সাথে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল, সেই মেয়েকে বখাটেরা উত্যক্ত করলে তাদের সর্তক করেছিল রোহান। এতে ক্ষিপ্ত হয়ে বখাটে হৃদয় ও তার সহযোগীরা আমার ভাইকে হত্যা করেছে।
এ ব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, হত্যাকান্ডে জড়িতদের আটকে অভিযান চালানো হচ্ছে। শীঘ্রই অপরাধীদের আটক করতে সক্ষম হবে বলে জানিয়েছেন।
হত্যাকান্ডের ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।