নিজস্ব প্রতিবেদকঃ সাভার পৌর নির্বাচনে নৌকা প্রতীকে আ’লীগের প্রার্থী হাজী আব্দুল গনি বিপুল ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে পৌর মেয়র হিসেবে পুনঃ নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৫৬৮০৪ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির ধানের শীষ প্রতীকে আলহাজ্ব রেফাত উল্লাহ পেয়েছেন ৫৩৩০ ভোট ও হাতপাখা প্রতীকে মোশাররফ হসেন পেয়েছেন ৯৯৪ ভোট। সাভার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ জানুয়ারী) সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাভারে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে বিরতিহীনভাবে ৮৬ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বিচ্ছিন্ন দুই/একটি ঘটনা ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা সহিংসতার খবর পাওয়া যায়নি।