নিজস্ব প্রতিবেদকঃ সাভারে একটি তৈরি পোশাক কারখানার মালিকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
বুধবার গভীর রাতে পৌর এলাকার দক্ষিণ রাজাশন এলাকায় স্থানীয় ডিসান গার্মেন্টস লিমিটেড এর এমডি আহছান মিয়ার বাড়িতে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, একটি হিরার আংটি, স্বর্ণালঙ্কারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
ডাকাত দলের হামলার শিকার ওই বাড়ির সদস্যরা জানায়, গভীর রাতে একতলা বাড়ির প্রাচীরের ওয়াল টপকিয়ে ১০/১২ সদস্যের মুখোশ পরিহিত একদল অস্ত্রধারী ডাকাত কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে বাথরুমের ভেল্টিলেশন দিয়ে ঘরে প্রবেশ করে। এরপর পোশাক কারখানার মালিক আহছান মিয়া ও তার মা মল্লিকা বানু সহ পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে ।
ডাকাতরা এ সময় তাদের মারধর করে মারধর করে আলমারীর তালা ভেঙ্গে নগদ টাকা, ১৫ ভরি স্বর্ণালঙ্কার, একটি হিরার আংটি , ২০ ভরি রুপার অলংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। পরে পোশাক কারখানার মালিক ও তার পরিবারের সদস্যদের আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে বিষয়টি জানাজানি হয়।
খবর পেয়ে দুপুরে সাভার মডেল থানা পুলিশ ওই বাড়ি পরিদর্শন করলেও ডাকাতি হওয়া মালামাল বা এর সাথে জড়িত সন্দেহ কাউকে আটক করতে পারেনি পুলিশ।
সাভার মডেল থানার (ওসি) তদন্ত সাইফুল ইসলাম বলেন, ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতদের আটকের চেষ্টা চলছে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে।