নিজস্ব প্রতিবেদকঃ সাভারে কোনভাবেই মাদক থাকতে পারবে না। চলবে না মাদকের কেনাবেচা। কারন মাদক পরিবার থেকে ছড়িয়ে আমাদের পরিচ্ছন্ন সমাজকে তিলে তিলে ধ্বংস করে দেয়। তাই সাভারসহ আমাদের দেশকে মাদকমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরো তৎপরতা বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান, এমপি।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সাভার উপজেলার অডিটোরিয়ামে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা সভায় একথা বলেন।
এসময় তিনি আরও বলেন পরিবার থেকেই বাড়াতে হবে উঠতি বয়সের ছেলেমেয়েদের প্রতি নজরদারি। তবেই সকলের সম্মিলিত প্রচেষ্টা সফল হবে।
সাভারে আইন শৃঙ্খলা কমিটির সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপা সহ অনেকে।