নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন সাভার পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী হাজী আব্দুল গনিকে বিজয়ী করতে সাভার উপজেলা আওয়ামী লীগসহ দলীয় সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা একযোগে কাজ করছেন।

শুক্রবার (৮জানুয়ারী) বিকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে পৌর এলাকার বাসস্ট্যান্ড ও আশপাশের বিভিন্ন ওয়ার্ডে ভোট ক্যাম্পেইন করেন।

এসময় মঞ্জুরুল আলম রাজীব বলেন, জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ উন্নয়নের এগিয়ে চলেছে। এই উন্নয়নের ধারাবাহিকতাকে বজায় রাখতে আগামী ১৬ জানুয়ারি পৌর নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী হাজী আব্দুল গণিকে বিজয়ী করতে হবে। এজন্য দলীয় সকল নেতাকর্মীদের একসাথে কাজ করতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজহারুল ইসলাম সুরুজ, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর, সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ লিয়াকত হোসেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সফিউল্লাহ সুজন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সূজন, সোহেল রানা, আতিকুর রহমান খান শান্ত প্রমুখ।