নিজস্ব প্রতিবেদক: দীপ্ত টিভি প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান ‘দীপ্ত কৃষি’র ১০০০ তম পর্বের বিশেষ পর্বটি প্রচারিত হবে আগামী ১৭ অক্টোবর শনিবার। দীপ্ত কৃষি প্রচারিত হচ্ছে শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন বিকাল ৪টা ৩০মিনিটে।
২০১৬ সালের ৭ জুন কৃষির আদি ইতিহাস তুলে ধরার মাধ্যমে যাত্রা শুরু হয়েছিল দীপ্ত কৃষির। এরপর শুধুই সামনে এগিয়ে চলা।

বাংলাদেশের সম্ভবনাময় কৃষি খাতের অনেক ফসল আবাদের গল্প কৃষির নানামুখি সমস্যার বিচিত্র ঘটনা তুলে ধরা হয়েছে দীপ্ত কৃষির জানালা অনুষ্ঠানের মাধ্যমে।কৃষিখাতের নানামুখি সমস্যার সমাধানের উপায় খুঁজে পেতে গোল টেবিল বৈঠক, উঠান বৈঠক, কৃষকের নিত্যদিনের নানামুখি প্রশ্নের সমাধান দেয়ার লক্ষে দীপ্ত টিভিতে সাপ্তাহিক অনুষ্ঠান কৃষি জিজ্ঞাসা চলমান রয়েছে।
এ বিষয়ে দীপ্ত টিভির কর্তৃপক্ষ জানান, কৃষির শুরু হয়েছিল নারীদের হাত ধরে। দীপ্ত কৃষির অন্যতম উদ্দেশ্য ছিল নারী উদ্যোক্তাদেরকে সামনে তুলে আনা। তাঁদেরকে আরো বেশী করে উৎসাহিত করা আমরা তুলে এনেছি বগুড়ার মারিয়া গ্রামের নারীদের বীজ উৎপাদনের গল্প, দেখিয়েছি সাতক্ষীরার আকলিমা খাতুনের সফলতার গল্প, ফরিদপুরের সাবিনা ইয়াসমিনের সফল খামার অথবা রুবিনা আক্তারের মতো একজন সংগ্রামী নারী যিনি শুধুমাত্র কালো গায়ের রঙ্গের জন্য শ্বশুর বাড়ি থেকে বিতারিত হয়েছিলেন এবং এরপর সমন্বিত কৃষি খামার গড়ে তুলে নিজেকে আপন মহিমায় উদ্ভাসিত করেছেন। দীপ্ত কৃষির পর্দায় যে সফলতা, সংগ্রাম আর সংকটের চিত্র আপনারা দেখেছেন তার পেছনে কাজ করছে এক ঝাক তরুন কর্মী, যাদের মধ্যে প্রযোজক হিসেবে রয়েছেন মাসুদ মিয়া, মাহামাুদুল হাসান মিথেন, প্রিতম মঞ্জুর, মুহাম্মদ আসাদুজ্জামান অর্ক, কাজী ফাহিমুল হক অরিন ও শামীমা শাওন, এছাড়াও যাদের অনবদ্য উপস্থাপনায় অনুষ্ঠানটি আপনাদের সামনে হৃদয়গ্রাহী হয়ে ওঠে তারা হলেন শামীমা শাওন, মারুফা এনিন, ফারজানা রহমান তন্বী এবং সাকিনা ইসলাম ঈশিকা। যারা প্রত্যেকেই রোদ, ঝড়, বৃষ্টিকে উপেক্ষা করে তাদের শ্রম ও সাধনায় এগিয়ে চলেছে দীপ্ত কৃষির সম্মূখ যাত্রা।
কাজের ফাঁকেই ক্ষেত খামার আর ফসলের সাথে গড়ে উঠেছে এক অনাবিল গভীর বন্ধুত্বের বন্ধন। আপনাদের ভালোবাসায় ভালোলাগায় দীপ্ত কৃষি আরো অনেকদূর এগিয়ে যাবে এই আমাদের প্রত্যাশা।