নিজস্ব প্রতিবেদক: সাভার-আশুলিয়া এলাকা নিয়ে সম্প্রতি মাদকের বিরুদ্ধে সময় টেলিভিশনে সংবাদ প্রকাশ করায় ঢাকা জেলা সাব ব্যুরো প্রতিনিধি মোজাফফর হোসেন জয়কে গুলি করে ও বোমা মেরে হত্যা হুমকি দিয়েছে মানিক নামের চিহ্নিত এক মাদক ব্যবসায়ী।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়া প্রেসক্লাবের সামনে ঘটনাটি ঘটে। এসময় উপস্থিত সংবাদ কর্মীরা এগিয়ে আসলে মানিক দৌড়ে পালিয়ে যায়।
এবিষয়ে সাংবাদিকমোজাফ্ফর হোসেন জয় জীবনের নিরাপত্তা চেয়ে আশুলিয়া থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।
পুলিশ মানিককে আটক করতে তার বাড়ীতে অভিযান পরিচালনা করলেও এখনও তাকে আটক করা সম্ভব হয়নি।
এ দিকে সাংবাদিককে হুমকির ঘটনায় সাভার ও আশুলিয়ায় সাংবাদিক মহল তীব্র নিন্দা ও মানিকের দ্রুত গ্রেফতার দাবী জানিয়েছে। অন্যথায় পরর্বীতে যদি কোন দূর্ঘটনা ঘটে তার দায় আইন শৃঙ্খলা বাহিনীকেই নিতে হবে বলে সাংবাদিক নেতারা জানান।
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।হুমকি ও হামলার নেতৃত্বদানকারী বাইপাইলের চিন্হিত মাদক কারবারী মানিকের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।