নিজস্ব প্রতিবেদক: মুজিববর্ষ উপলক্ষে সাভারে উপজেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত দেশব্যাপী ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে সাভার উপজেলা পরিষদে ১২ টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মেম্বার ও মহিলা মেম্বারদের মাঝে বনজ ফলজ ঔষধি গাছের ৫ শতাধিক চারা বিতরন করা হয়।
পরে সকল ইউনিয়ন চেয়ারম্যানদের সাথে নিয়ে উপজেলা পরিষদ চত্বরে ১২টি গাছের চারা রোপণ করেন মঞ্জুরুল আলম রাজিব। মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় তিনি নিজ নিজ এলাকায় রোপণের জন্য প্রত্যেকের হাতে ৩টি করে (ফলজ, বনজ, ও ঔষধি) গাছের চারা তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার (সুমী) সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ১৪৪ জন ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।