নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইনসহ মনিরুজ্জামান ওরফে মনির নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তারা।
সোমবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার ভাড়ারিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিএনসি সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের (ডিএনসি) সাভার সার্কেলের পরিদর্শক নুসরাত জাহানের নেতৃত্বে অন্যান্য কর্মকর্তারা ধামরাইয়ের ভাড়ারিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার শরীর তল্লাশী করে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আটক মনিরুজ্জামান ধামরাই উপজেলার ভাড়ারিয়া এলাকার মোক্তার আলীর ছেলে।
এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পক্ষ থেকে ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।