নিজস্ব প্রতিবেদক: এবারে মানুষের ঈদ যাত্রা নিরাপদ করতে মহাসড়কে ফিটনেসবিহীন কোন গণপরিবহন চলতে দেয়া হবে না। ফিটনেসবিহীন পরিবহন চিহ্নিত করতে পুলিশ বিশেষ নজরদারি করবে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।
এছাড়া অতিরিক্ত ভাড়া ও পরিবহনে চাঁদাবাজিসহ যে কোনো ধরণের অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।
শনিবার দুপুরে আশুলিয়া থানাধীন নবীনগরে মহাসড়ক পরিদর্শন শেষে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার বিষয়ে আয়েজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিগত বছরের তুলনায় এখন রাস্তাঘাট ভালো তাই এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে বলে তিনি আশাবা ব্যক্ত করেন।
এছাড়া যানজট মুক্ত রাখতে সড়ক মহাসড়কগুলোতে পুলিশের পক্ষ থেকে বিশেষ উদ্যেগ ও অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের কথা জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান, ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
এএফএম সায়েদ, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি ওসি আবুল বাশার, আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক দিপুসহ অনেকে।