নিজস্ব প্রতিবেদকঃ সাভার উপজেলার ১১২ টি শারদীয় দূর্গা পূজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদকদের সাথে মতবিনিময় করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার।
বৃহস্পতিবার ( ১৯ সেপ্টেম্বর) সকালে সাভার মডেল থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বক্তব্য রাখেন সাভার থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল তাহমিদুল ইসললাম, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল হক দিপু, ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বরুন ভৌমিক নয়ন ও সাধারন সম্পাদক প্রদীপ কুমার দাসসহ সাভার উপজেলার সকল মন্দিরের সভাপতি ও সাধারন সম্পাদক প্রমুখ।