নিজস্ব প্রতিবেদক: সাভার বাজার বাসষ্ট্যান্ডের অন্ধমার্কেটে মাফু হত্যা মামলার ২ আসামীকে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আটককৃত অপর আসামী জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করার আদেশ দেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সাভার মডেল থানা পুলিশ আটককৃত ৩ আসামী আমির হোসেন টিপু, ফরিদ হোসেন বাবু ও দেলোয়ার হোসেন দুলালকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।
আদালতে আসামী দেলোয়ার হোসেন দুলাল (মার্কেটের দারোয়ান) জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করে। অপর দুই আসামী আমির হোসেন টিপু ও ফরিদ হোসেন বাবুকে ৪ দিন করে পুলিশের রিমান্ড আবেদন মঞ্জুর করে সাভার মডেল থানায় পাঠিয়ে দেন।
উল্লেখ্য, গত রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় অন্ধ মার্কেটে মাহফুজুর রহমান মাফুকে পিটিয়ে হত্যার ঘটনায় নিহতের স্ত্রী রোকসানা বেগম বাদী হয়ে ১৩ জনের নাম অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।